সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

প্রকাশিত September 27, 2017
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

‘টেকসই পর্যটন উন্নয়নের হাতিয়ার’ এই স্লোগানে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।
অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।