নবীগঞ্জে ইমা ও মাইক্রোবাসে মুখোমুখি সংঘর্ষে আহত ৮

প্রকাশিত June 30, 2017
নবীগঞ্জে ইমা ও মাইক্রোবাসে মুখোমুখি সংঘর্ষে আহত ৮

নবীগঞ্জ প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে ইমা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ইমা (সিলেট মেট্রো ছ ১১-১২৮২) ও সিলেট থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৫-৫৮২৫) মধ্যে আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারের রহমান ফিলিং স্টেশনের নিকটে মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।