সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ঘাতকদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ইমদাদুল হক জায়েদ, শাহ আলম শাওন, মদন মোহন কলেজ সভাপতি জাহাঙ্গির আলম, তোফায়েল আহমদ ও মহানগর সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের বিরোধী জামায়াত-শিবির চক্র আবার সক্রিয় হচ্ছে।