হবিগঞ্জে ৩০টি স্টল নিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

প্রকাশিত August 22, 2017
হবিগঞ্জে ৩০টি স্টল নিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

হবিগঞ্জ প্রতিনিধি : ‘অর্থ, পুষ্টি, স্বাস্থ্য চান-দেশী ফলের গাছ লাগান’ এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এই বৃক্ষমেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মনীষ চাকমা সহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত বৃক্ষমলায় ৩০টি স্টল স্থাপন করা হয়েছে।
উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় সংসদ সদস্য সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।