সিলেটে ভূয়া র‌্যাব কর্মকর্তা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত August 20, 2017
সিলেটে ভূয়া র‌্যাব কর্মকর্তা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার এক ভূয়া র‌্যাব কর্মকর্তাকে গ্রেফতার করেছে।
বিকেল সাড়ে ৩টায় সিলেট মহানগরীর রিকাবীবাজারে এলাহী জমজম পোল্ট্রি ফিড দোকানের সামনে এই র‌্যাব কর্মকর্তা পরিচয়দানকারীকে গ্রেফতার করা হয়।
তার-ঠিকানা হচ্ছে, নাম জাবেদ আহম্মেদ, পিতা আব্দুল নূর আহম্মেদ, ৩৫, মুন্সিপাড়া, ওয়ার্ড ৩, সিসিক।
জাবেদ আহম্মেদের বিরুদ্ধে র‌্যাবের উর্দ্ধতন কর্মকর্তা পরিচয়ে জেলার বিভিন্ন এলাকার সাধারণ লোকজনের নিকট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
এছাড়া একইদিন দক্ষিণ সুরমার শিববাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে ফয়সল আহমদ নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম মাসুক মিয়া, গ্রাম কদমতলী, গুদাম বাড়ি দক্ষিণ সুরমা, জেলা-সিলেট।
ফয়সল আহমদকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।