সিলেটে জেলা প্রেসক্লাবের ‘ফ্যামেলি ডে’ ২৫ ডিসেম্বর

প্রকাশিত October 15, 2017
সিলেটে জেলা প্রেসক্লাবের ‘ফ্যামেলি ডে’ ২৫ ডিসেম্বর

সিলেট জেলা প্রেসক্লাবের ফ্যামেলি ডে ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ক্রীড়া-সংস্কৃতি সম্পাদক ফয়সল আহমদ মুন্না, প্রচার-প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, দফতর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য তুহিনুল হক তুহিন, ইমরান আহমদ ও রজত চক্রবর্তী।
ফ্যামেলি ডে উপলক্ষে একটি স্মারক প্রকাশ করবে জেলা প্রেসক্লাব। এতে জেলা প্রেসক্লাব ও সিলেটের সাংবাদিকতা বিষয়ক লেখা স্থান পাবে। যারা লেখা দিতে আগ্রহী তাদেরকে সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের কাছে জমা তা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।