শাল্লায় ভূয়া সনদে সরকারি বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ চেষ্টার অভিযোগ

প্রকাশিত January 31, 2018
শাল্লায় ভূয়া সনদে সরকারি বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ চেষ্টার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূয়া সনদ দিয়ে দপ্তরি পদে নিয়োগ দেয়ার চেষ্টার অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, পাণ্ডব রায়।
তিনি অভিযোগ করেন, ৩০ ডিসেম্বর উপজেলার ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন, গোবিন্দপুর গ্রামের হরিভূষণ দাসের ছেলে সিন্ধু কুমার দাস। পরে তার সনদপত্রগুলো যাচাই করে দেখা যায়, সবগুলো ভুয়া। এ ব্যাপারে এলাকার সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পরদিনই লিখিত অভিযোগ দেয়া হয়; কিন্তু এক মাস পেরিয়ে গেলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি।