নিজস্ব প্রতিবেদক : সিলেটসহ সারাদেশে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালির ঐতিহাসিক বিজয়ের এ দিনে সরকারি-বেসরকারি উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিআইডি এক তথ্য বিবরণীতে জানায়, সিলেটে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন বাহিনীর সদস্য ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও দেশাত্ববোধক ডিসপ্লে প্রদর্শন করা হয়৷
জেলা প্রশাসক মো সারওয়ার আলমের সভাপতিত্বে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, স্বাধীনতা পরবর্তী অর্ধ শতাব্দির অধিক সময়কালের শাসনতান্ত্রিক ব্যবস্থার সকল প্রতিকূলতা, প্রতিবন্ধকতা ও ব্যর্থতাকে অতিক্রম করে গভীর দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং রাষ্ট্র সংস্কারের চেতনায় উজ্জীবিত হয়ে দারিদ্র বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও সকলের জন্য মানসম্মত শিক্ষাসহ মৌলিক অধিকারসমূহ নিশ্চিতকরণের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
বিভাগীয় কমিশনার আরো বলেন, নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশে গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ সকল ভোটারের নাগরিক দায়িত্ব উল্লেখ করে তিনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ, দেশপ্রেমিক ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন ও রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি মো মুশফেকুর রহমান, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ সুপার আখতার উল আলম, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শিশু-কিশোর সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার-ভিডিপি, বাংলাদেশ জেল, রোভার স্কাউট, স্কাউট, গার্ল গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে।