নবীগঞ্জ থেকে সংবাদদাতা : মহান মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ-২ এর বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্র চন্দ্র দাসের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার মুক্তাহার গ্রামে তার সমাধিতে পারিবারিক পরিসরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে
উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের স্ত্রী অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না দাস, অনুজ কবিন্দ্র চন্দ্র দাস, ছেলে রত্নদীপ দাস রাজু ও রত্নেশ্বর দাস রামু, বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সহসভাপতি জনি দাস, ভাতিজি সৃষ্টি রাণী দাস, ভাতিজা জিৎ দাস, নাতি দীপ শেখর দাস ও নাতনি মমী সহ পরিবার-পরিজন।