দিরাইয়ে দুই বন্ধুর ঝগড়ার জের ধরে একজনকে পিটিয়ে হত্যা

প্রকাশিত December 17, 2025
দিরাইয়ে দুই বন্ধুর ঝগড়ার জের ধরে একজনকে পিটিয়ে হত্যা

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই বন্ধুর ঝগড়ার জের ধরে ইসলাম উদ্দীন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর/২ পৌষ) বিকেল ৫টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ইসলাম উদ্দিনের বড়ভাই আলী হোসেন জানান, স্থানীয় এক ইউপি মেম্বার ও ‘বাংলা ভাই’ নামে পরিচিতি পাওয়া এক ব্যক্তির পক্ষের লোকজন গ্রামের মাঠে ইসলাম উদ্দিনকে একা পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
স্বজনরা ইসলাম উদ্দিনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং এলাকার পরিবেশ শান্ত রয়েছে।