নিজস্ব প্রতিবেদক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের কোম্পানীগঞ্জে দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল সোমবার (১৫ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা পৌণে ৭টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কোম্পানীগঞ্জ থানার এফআইআর (নং-০৩, তারিখ-০৫/০১/২০১৭, ধারা-৩৯৪) মূলে পরোয়ানাভুক্ত ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহন মিয়া ওরফে মখন মিয়াকে (৪৫, পিতা মৃত সোনা মিয়া, পশ্চিম বর্নি, কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মহন মিয়া কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।