হবিগঞ্জে চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত January 28, 2018
হবিগঞ্জে চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে মোবাইল ফোনের দোকানগুলোতে ঘন ঘন চুরি বন্ধ ও চোরদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
হবিগঞ্জ মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশনের উদ্যোগে রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোতাচ্ছিল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক ফজলুর রহমান লেবু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান ও সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ।