মৌলভীবাজার উন্নয়ন মেলায় মিলবে তাৎক্ষণিক সেবা

প্রকাশিত January 9, 2018
মৌলভীবাজার উন্নয়ন মেলায় মিলবে তাৎক্ষণিক সেবা

নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজারে ১১ থেকে ১৩ জানুয়ারি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক তোফায়েল ইসলাম এ কথা জানান।
জেলা প্রশাসক জানান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। ১১ জানুয়ারি সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারি দফতরের উন্নয়ন কার্যক্রম নিয়ে ১০০টি স্টল থাকবে। এর মধ্যে অর্ধশতাধিক স্টলে মেলা চলাকালীন মানুষকে তাৎক্ষণিক সেবা দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রোকন উদ্দিন।