তাহিরপুর সীমান্ত থেকে ইয়াবা ও মোবাইল সিম সহ ব্যবসায়ী আটক

প্রকাশিত April 18, 2017
তাহিরপুর সীমান্ত থেকে ইয়াবা ও মোবাইল সিম সহ ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত এলাকার জঙ্গলবাড়ি গ্রাম থেকে ৫০ পিস ইয়াবা ২টি মোবাইল সিম সহ এক ব্যবসায়ীকে বিজিবি আটক করেছে।
মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর সহায়তায় চারাগাঁও বিজিবি ক্যাম্পের হাবিলদার আফসার উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার নাম হারুন মিয়া। তিনি  মধ্যনগর থানার উত্তর বংশিকুন্ডা গ্রামের রিয়াজ মিয়ার ছেলে।
হাবিলদার আফসার উদ্দিন জানান, হারুন মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।