গোটাটিকর থেকে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত September 25, 2017
গোটাটিকর থেকে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকা থেকে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯ সদর কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গোটাটিকর এলাকায় সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো সাদেক মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার পিতার নাম ইসমাইল মিয়া, গ্রাম দক্ষিণ সাগরনাল, উপজেলা জুড়ি, জেলা মৌলভীবাজার। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৫১ হাজার টাকা।
উদ্ধারকৃত ইয়াবা সহ তাকে এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।