গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত December 21, 2025
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের মহান বিজয় দিবস উদযাপন

সাফওয়ান মনসুর, ইউকে : গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে নেতৃবৃন্দের অংশগ্রহণে ভার্চুয়াল প্লাটফরমে আলোচনা সভায় বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমিউনিটি লিডার ময়নুল চৌধুরী হেলালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন একুশে পদকপাপ্ত বীর মুক্তিযোদ্বা ডা অরূপ রতন চৌধুরী। তিনি জাতীয় সংগীত এবং বিজয়ের গানও পরিবেশন করেন।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সহসভাপতি অলি উদ্দিন শামীম, কাউন্সিলার ফয়জুর রহমান, চীফ ট্রেজারার ড রফিকুল হায়দার, আব্দুল ওদুদ দিপক, শামীম আহমেদ, মোস্তাক আহমদ, বাংলাদেশ থেকে শাখার সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মুহিব উদ্দিন, জনতা ব্যাংকের সাবেক জি এম শামীম আলম কোরেশী ও ইকবাল হোসেন, ফ‍্যান্স থেকে শাখার সভাপতি ফয়ছল উদ্দিন ও সিনিয়র সহসভাপতি আব্দুল বাসিত, পর্তুগাল থেকে শাখার সভাপতি লায়ন আবুল হাসনাত ও আমেরিকার নিউইয়র্ক বাফলো থেকে শাম্মী আক্তার হেপী।
সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এছাড়া গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিবের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস।
আলোচনা সভায় গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
সভাপতির বক্তব্যে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা চিরতরে শেষ করে দিতে বর্বরতার পথ বেছে নেয় পশ্চিমা শাসকেরা; কিন্তু বাংলার বীর সন্তানেরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে স্বাধীনতার জন্য মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ শহীদের রক্ত, দুই লাখ মা-বোনের সম্ভ্রম ও বিপুল সম্পদহানির বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।