হবিগঞ্জে খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে

প্রকাশিত August 12, 2017
হবিগঞ্জে খোয়াই নদীর পানি  প্রবাহিত হচ্ছে বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আতঙ্ক বিরাজ করছে শহর প্রতিরক্ষা বাঁধ এলাকার বসবাসকারীদের মধ্যে। শনিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সকলকে সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে।
রাতে শহর প্রতিরক্ষা বাঁধের ৫টি ঝুঁকিপূর্ণ স্থানে পুলিশ সহ এলাকাবাসী বস্তা নিয়ে অবস্থান করেন।
এদিকে শুক্রবার রাত ১০টার দিকে জেলা প্রশাসক মনীষ চাকমা শহর প্রতিরক্ষা বাঁধের ঝুকিঁপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন। পরে সার্কিট হাউসে জেলা প্রশাসনের জরুরি সভায় দুর্যোগ মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানানো হয়।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এম এল শওকত জানান, বৃহস্পতিবার ভারতের ত্রিপুরায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর হবিগঞ্জে হয় ৩৯.৫ মিলিমিটার। ভারত খোয়াই ব্যারেজ খুলে দেয়ায় শুক্রবার বিকেল থেকে হবিগঞ্জ শহর এলাকায় খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে।