শায়েস্তাগঞ্জে দ্রুত গতির মোটরসাইকেল চাপায় একজন নিহত

প্রকাশিত December 24, 2017
শায়েস্তাগঞ্জে দ্রুত গতির মোটরসাইকেল চাপায় একজন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দুপুরে বিরামচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরামচর গ্রামের ভিংরাজ মিয়া (৬৫) স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। দুপুর ১টার দিকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সাথে সাথে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।