শাহপরান বাইপাসে ট্রাকের ধাক্কায় ১ মোটরসাইকেল আরোহী নিহত আহত ১

প্রকাশিত May 18, 2017
শাহপরান বাইপাসে ট্রাকের ধাক্কায় ১ মোটরসাইকেল আরোহী নিহত আহত ১

নিজস্ব প্রতিবেদক : সিলেট-তামাবিল সড়কের শাহপরান বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর আরোহী আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহপরান সেতুর কাছে তামাবিল থেকে ঢাকাগামী বালিভর্তি একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের পাশ কাটাতে গিয়ে তাতে ধাক্কা মারে। এতে মোটর সাইকেলের চালকের আসনে বসা সেজান আহমদ (২৫) ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কটালপুর গ্রামের খসরু মিয়ার ছেলে।
এ সময় মোটর সাইকেলের অপর আরোহী লোকমান আহমদ গুরুতর আহত হন। এলাকার লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।