রমজানের শিক্ষা কাজে লাগিয়ে চলতে পারলে সমাজে শান্তি ফিরে আসবে : কামরান

প্রকাশিত June 14, 2017
রমজানের শিক্ষা কাজে লাগিয়ে চলতে পারলে সমাজে শান্তি ফিরে আসবে : কামরান

আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ পরিচালনায় দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।
বুধবার ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে চলতে পারলে সমাজে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো এনাম আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো শাহজাহান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মকুল মিয়া, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক ফটিক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক শেখ মো আব্দুছ ছালাম, দিলু আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক আখতার হোসেন শেখর প্রমুখ।