মহাসচিবের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত June 19, 2017
মহাসচিবের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুর দেড়টায় মহানগরীর বন্দর বাজার এলাকা থেকে জেলা ও মহানগর বিএনপির এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে পার্শ্ববর্তী জেল রোড এলাকায় গিয়ে শেষ হয়।
পরে জেল রোডে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ অভিযোগ করেন, সরকার বিরোধীদলকে কোন কর্মসূচি পালন করতে দিচ্ছেনা।
তিনি বলেন, একটি দেশে এমন অবস্থা চলতে পারেনা। এ অবস্থা থেকে মুক্তির জন্যে সরকার পতনের আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে।
তিনি বিএনপি মহাসচিবের উপর হামলার তীব্র নিন্দা করে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।