বিয়ানীবাজারের পাঁচ ব্যবসায়ী ও গাড়িচালকের নামাজে জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত October 31, 2017
বিয়ানীবাজারের পাঁচ ব্যবসায়ী ও গাড়িচালকের নামাজে জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে বাড়ি ফেরার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত বিয়ানীবাজারের পাঁচ ব্যবসায়ী ও তাদের গাড়িচালকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে পৌরসভার ব্যবস্থাপনায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান ও বিয়ানীবাজার বার্তা সম্পাদক ছাদেক আহমদ আজাদ সহ সর্বস্তরের শোকাহত মানুষ অংশ নেন।
নামাজে জানাজা শেষে মরদেহগুলো নিহতদের আত্মীয়স্বজনরা দাফনের জন্যে নিজ নিজ দায়িত্বে নিয়ে যান।
এর আগে সোমবার রাতে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বিয়ানীবাজার যান।
তিনি নিহত প্রত্যেকের বাড়ি যান এবং শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষ থেকে নিহত গাড়িচালক বাবুল আহমদের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করেন।