বানিয়াচংয়ে জিপ খাদে পড়ে এক ইউপি মেম্বার সহ নিহত ২ আহত ১৪ জন

প্রকাশিত June 20, 2017
বানিয়াচংয়ে জিপ খাদে পড়ে এক ইউপি মেম্বার সহ নিহত ২ আহত ১৪ জন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জিপ খাদে পড়ে এক ইউনিয়ন পরিষদ মেম্বার সহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। সোমবার বিকেল সাড়ে ৫টায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী একটি যাত্রীবাহী জিপ (চান্দের গাড়ি) ভাটিপাড়া এলাকায় পৌঁঁছলে একটি গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার হাফিজ উল্লা ঘটনাস্থলেই মারা যান।
আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর আহত একজন মারা যান।