বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশিত November 25, 2017
বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় সুনামগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়।
জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও এনডিসি মোহাম্মদ নাহিদ হাসান খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, পুলিশ সুপার বরকতুল্লাহ খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন।