পুলিশ কমিশনার বরাবর ইসলামী আন্দোলনের স্মারকলিপি

প্রকাশিত May 24, 2017
পুলিশ কমিশনার বরাবর ইসলামী আন্দোলনের স্মারকলিপি

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে দলের জেলা ও মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
স্মারকলিপি গ্রহণ করেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রোকন উদ্দিন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারি ড রিয়াজুল ইসলাম রিয়াজ, সহ সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিন প্রমুখ।