পরিবহণ ধর্মঘট নিয়ে সিলেট মহানগর পুলিশ কার্যালয়ে সভা বিকেল ৩টায়

প্রকাশিত May 21, 2017
পরিবহণ ধর্মঘট নিয়ে সিলেট মহানগর পুলিশ কার্যালয়ে সভা বিকেল ৩টায়

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে চলমান পরিবহণ ধর্মঘট নিয়ে রবিবার বিকেল ৩টায় সিলেট মহানগর পুলিশ কার্যালয়ে একটি সভা আহ্বান করা হয়েছে।
মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া এই সভা আহ্বান করেছেন বলে বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক জানিয়েছেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা এই সভা আহ্বানের বিষয়টি নিম্চিত করেছেন।
এছাড়া সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানার খানুম সোমবার বিকেল সাড়ে ৪টায় তার কার্যালয়ে ধর্মঘট আহ্বাকারী পরিবহণ নেতাদের সাথে তাদের দাবি-দাওয়া নিয়ে সভা করবেন বলে জানিয়েছেন।