নবীগঞ্জে যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর উপর গোলাপের লোকজনের হামলায় উত্তেজনা

প্রকাশিত April 21, 2017
নবীগঞ্জে যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর উপর গোলাপের লোকজনের হামলায় উত্তেজনা

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের যুদ্ধাপরাধ মামলার আসামি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের গোলাপকে গ্রেফতারের পর থেকে তার লোকজন সাক্ষীদের উপর হামলা চালিয়ে ও ভয় দেখিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে রেখেছে।
শুক্রবার সকালে যুদ্ধাপরাধী আবুল খায়ের গোলাপের লোকজন সাক্ষীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। এক পর্যায়ে সাক্ষী কদর আলীর উপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
এ ব্যাপারে মামলার সাক্ষী কদর আলী বাদি হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
কদর আলী  জানান, আবুল খায়ের গোলাপের ছেলে কাওসার আলী, লোগাও গ্রামের আলা মিয়া, ইয়ারুপ মিয়া, আইয়ূব আলী, জলিল মিয়া ও আনছর আলীরা তার উপর হামলা করে।