ধরমপাশায় বাঁধে অনিয়ম : আটক ৩ : মুচলেকা আদায়

প্রকাশিত February 13, 2018
ধরমপাশায় বাঁধে অনিয়ম : আটক ৩ : মুচলেকা আদায়

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চন্দ্রসোনারতাল হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কমিটি তিন চেয়ারম্যানকে আটক করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকারের নির্দেশে সোমবার বিকেলে চন্দ্রসোনারতাল হাওরের ৯ নম্বর পিআইসির সভাপতি চাঁন মিয়া, ১০ নম্বর পিআইসির সভাপতি রুবেল আহমদ ও ১১ নম্বর পিআইসির সভাপতি শামছুল আলমকে আটক করে ইউএনও কার্যালয়ে নিয়ে আসা হয়।
তারা বরাদ্দ পাওয়ার পরও যথানিয়মে কাজ করছিলেন না বলে অভিযোগ রয়েছে।