চুনারুঘাটে যুবদল নেতা হত্যার অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

প্রকাশিত January 23, 2018
চুনারুঘাটে যুবদল নেতা হত্যার অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে যুবদল নেতা ও সাবেক পৌর কাউন্সিলার ইউনুছ মিয়া হত্যার অভিযোগে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে ইউনুছ মিয়ার স্ত্রী কাজী শাহেনা আক্তার মামলাটি দায়ের করেন।
বিচারক আতাব উল্লাহ মামলাটি গ্রহণ করে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের মাধ্যমে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন, চুনারুঘাট থানায় কর্মরত এসআই আতাউর রহমান, এসআই ওমর ফারুক, এএসআই দেলোয়ার হোসেন, এএসআই সাজিদ মিয়া, কনস্টেবল মনীন্দ্র চাকমা, কনস্টেবল আব্দুল হামিদ ও গাড়িচালক নূরুজ্জামান।
মামলায় বাদিপক্ষ অভিযোগ করেন, গত ৩১ ডিসেম্বর দিনগত রাতে চুনারুঘাট থানা পুলিশ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ হাতুণ্ডা গ্রামের মৃত গনি মিয়ার ছেলে ইউনুছ মিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পুলিশি হেফাজতে নির্যাতন ও গুলি করে হত্যা করা হয়।
পুলিশ ইউনুছ মিয়াকে মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করেছিল।
বাদিপক্ষের আইনজীবী আব্দুল হাই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।