খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট ও সুনামগঞ্জে বিএনপির অনশন

প্রকাশিত February 14, 2018
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট ও সুনামগঞ্জে বিএনপির অনশন

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে সিলেট সহ বিভাগের বিভিন্ন জেলায় অনশন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নেতাকর্মীরা মহানগরীর রেজিস্টারি মাঠে এই কর্মসূচি পালন করেন।
এ সময় বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিতে বক্তব্য রাখেন, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, ডা শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ।
সুনামগঞ্জ প্রতিনিধি : খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে দলের নেতাকর্মীরা অনশন করেছেন।
বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা বিএনপির উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলীয় অস্থায়ী কার্যলয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন. জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ সভাপতি আব্দুল লতিফ জেপি, সেলিম উদ্দিন আহমদ, রেজাউল করিম, ফারুখ আহমদ, আ ত ম মিসবাহ ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।