ক্রীড়া প্রতিবেদক : ইমজা-মাহা মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের দুটি খেলার মধ্যে একটি ড্র হয়েছে। অন্যটিতে জয় নিয়ে শুভ সূচনা করেছে শুভ প্রতিদিন। পরবর্তী খেলা শুক্রবার বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে।
বুধবার অনুষ্ঠিত প্রথম খেলায় অংশ নেয় উত্তরপূর্ব কিংস ও শ্যামল সিলেট চ্যালেঞ্জারস। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলার প্রথমার্ধে অপুর দেয়ায় গোলে এগিয়েছিল উত্তরপূর্ব কিংস; কিন্তু শেষার্ধে শ্যামল সিলেট চ্যালেঞ্জারসের পক্ষে আরিফের গোলে খেলায় সমতা ফিরে আসে।
দ্বিতীয় খেলাটি ছিল সংবাদ টাইগার্স ও টিম শুভ প্রতিদিনের মধ্যে। খেলাটি প্রথমে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও মাঝখানে এসে ক্লান্তি যেন ভর করে বসে সংবাদ টাইগার্সকে। এই সুযোগ ৩-০ গোলে এগিয়ে যায় টিম শুভ প্রতিদিন। গোল করেন, সোহাগ ২টি ও মিলন ১টি। তবে শেষ পর্যন্ত একটি গোল শোধ করে সংবাদ টাইগার্স গোলের ব্যবধান খানিকটা কমিয়ে আনে।