দিরাই প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর/৯ পৌষ) দুপুরে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দিরাই-শাল্লা বিএনপি নেতা, কর্মী ও সমর্থকরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, নাছির উদ্দিন চৌধুরী একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি দিরাই-শাল্লার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন জরুরি বলে নেতৃবৃন্দ উল্লখ করেন।
তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে।