নিজস্ব প্রতিবেদক : গণআন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ঢাকার ধানমণ্ডি ৩২ এলাকা এখন শান্ত। সেনাবাহিনী ও পুলিশ সেখানে অবস্থান করছে।
গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৭ নভেম্বর/২ অগ্রহায়ণ) শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজস্বাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেয়।
এই রায় ঘোষণার পর সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার ও রায়ের বিরোধিতা করে রবিবার (১৬ নভেম্বর) থেকে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানো হয়।
রায় ঘোষণার পরও গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে।
এদিকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর ছাত্র-জনতা রাজধানীর ধানমণ্ডিতে ৩২ নম্বরের অবশিষ্ট অংশ গুড়িয়ে দিতে দু’টি বুলডোজার নিয়ে সেখানে অবস্থান নেয়; কিন্তু সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী বাধা দিলে রাত সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে।
তবে শেষপর্যন্ত ছাত্র-জনতা ধানমণ্ডি ৩২ ত্যাগ করে। বুলডোজারও ফিরে যায়। এরপর পরিস্থিতি শান্ত হয়ে আসতে শুরু করে।