নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গুলিসহ ৬টি এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানের এক পর্যায়ে শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার গুলের হাওর এলাকার বলদার পুকুরের আশেপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে উল্লেখিত পুকুরের পূর্ব পাশে ঝোঁপের মধ্য থেকে ২টি প্লাস্টিকের বস্তার ভিতর পরিত্যক্ত অবস্থায় ২০টি গুলিসহ ৬টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
তবে এয়ারগানগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলো নাশকতার কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে বা হতো বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত গুলিসহ এয়ারগানগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।