নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেট মহানগরীতে ফাহিম হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, মহানগরীর ছড়ারপাড় এলাকার বাসিন্দা মো হারুন রশিদের ছেলে মো ফাহিম পূর্ব শত্রুতার জেরে গত ১০ নভেম্বর আনুমানিক বিকেল ৫টায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
এর পরিপ্রেক্ষিতে পরদিন ফাহিমকে নিয়ে ঢাকা রওয়ানা হলে রাত অনুমান ৩টায় তিনি মারা যান।
এ ঘটনায় তার পিতা বাদি হয়ে এসএমপির শাহপরাণ (রহ) থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (২৬ ডিসেম্বর/১১ পৌষ) আনুমানিক রাত ২টায় টুকেরবাজার এলাকায় মন্টু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৩ নম্বর পলাতক আসামি ফাহিম ওরফে বরকাটা ফাহিমকে (২৮, পিতা আবুল কালাম, বালুচর, শাহপরাণ, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে শাহপরাণ (রহ) থানায় হস্তান্তর করা হয়েছে।