র‌্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২টি পাইপগান উদ্ধার

প্রকাশিত December 27, 2025
র‌্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২টি পাইপগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ায় ২টি পাইপগান উদ্ধার করেছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ এলাকায় সেন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের কার্নিশের উপর রক্ষিত পরিত্যক্ত অবস্থায় এ দু’টি পাইপগান উদ্ধার করে। তবে এগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাইপগানগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।