র‌্যাবের অভিযানে কোম্পানীগঞ্জে বিদেশী রিভলভার ও বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত December 24, 2025
র‌্যাবের অভিযানে কোম্পানীগঞ্জে বিদেশী রিভলভার ও বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি বিদেশী রিভলভার ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানকালে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আনুমানিক রাত পৌণে ১১টায় উপজেলার বুড়িডহর এলাকার পিয়াইন সেতুর নিচে থেকে আকাশী রঙের ব্যাগের ভিতরে থাকা বিদেশী ১টি রিভলবার, ১টি ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ ও ১২৫ গ্রাম নিওজেল ইমালশন এক্সপ্লোসিভ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। তবে এগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।