ফেঞ্চুগঞ্জে প্রবাসী ভাইয়ের ঘর দখলের অভিযোগ অপর ভাইয়ের বিরুদ্ধে

প্রকাশিত November 14, 2025
ফেঞ্চুগঞ্জে প্রবাসী ভাইয়ের ঘর দখলের অভিযোগ অপর ভাইয়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াটিল্লা গোয়ালাঘাট গ্রামের এক ভাইয়ের বিরুদ্ধে ফ্রান্স প্রবাসী অপর ভাইয়ের বসতঘর দখলের অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর/২৯ কার্তিক) সন্ধ্যায় ফ্রান্স প্রবাসী ভাই আলী হোসেন রাজুর স্ত্রী জান্নাতুল ফেরদৌস সিলেট জেলা প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে এ অভিযোগ করেন।
তিনি জানান, ২ বছর ধরে তারা সপরিবারে ফ্রান্সে বসবাস করছেন। এ সুযোগে তার দেবর মঞ্জুর আলী তাদের বসতঘর দখল করতে উঠেপড়ে লাগেন। সম্প্রতি তিনি ওয়াশরুমের কাজের নামে ভাইয়ের জায়গায় দেওয়াল তুলে দেন। বিষয়টি গ্রাম্য শালিস বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও মঞ্জুর আলী স্থানীয় মুরব্বিদের কথা মানেননি।
জান্নাতুল ফেরদৌস জানান, পরে প্রবাসী আলী হোসেন রাজুর কেয়ারটেকার মো আব্দুল্লাহ এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানায় জিডি করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন মঞ্জুর আলী এবং নানা ধরনের হুমকি-ধমকি দিতে থাকেন আব্দুল্লাহকে। এক পর্যায়ে গত ২৭ অক্টোবর দুপুরে মঞ্জুর আলী তার কয়েকজন সহযোগীকে নিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র হাতে আব্দুল্লাহকে প্রাণে মারতে যান। এসময় আব্দুল্লাহর চিৎকারে আশপাশের লোকজন এগিয় এলে মঞ্জুর আলীরা পালিয়ে যান।
তিনি জানান, এ ঘটনায় ২৯ অক্টোবর সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। এর সুবাদে আদালতের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের প্রতি স্থিতাবস্থার নির্দেশনা দেয়; কিন্তু এ নির্দেশনা অমান্য করে গত ৯ নভেম্বর মঞ্জুর আলী ও তার সহযোগিরা প্রবাসী আলী হোসেন রাজুর বসতঘরের দু’টি কক্ষের সামনে দেয়াল তুলে ফেলেন। এছাড়া দরজা ভেঙে দু’টি কক্ষের ফার্নিচারসহ সব আসবাবপত্র, প্রবাসী স্ত্রীর যাবতীয় সার্টিফিকেট, তার স্বামীর ব্যবসায়িক লাইসেন্স, ৫টি ব্যাংক অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও জমির দলিল নিয়ে যান।
জান্নাতুল ফেরদৌস জানান, মঞ্জুর আলী প্রবাসী ভাইয়ের দু’টি কক্ষ দখল করে রেখেছেন। এছাড়া জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের অনুমতি ছাড়া উপরতলা থেকে নিচতালায় গ্যাস সংযোগ দিয়েছেন। এতে অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে। তার এসব অন্যায় কাজে কেয়ারটেকার বাধা দিতে গেলে তিনি তাকে প্রাণে মারতে উদ্যত হন। এসময় আশপাশের লোকজন এসে কেয়ারটেকারকে রক্ষা করেন। এ ঘটনায় বুধবার (১২ নভেম্বর) আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
জান্নাতুল ফেরদৌস দ্রুত মঞ্জুর আলীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাদের প্রতি দাবি জানিয়েছেন।