প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা সিলেট আসছেন কাল

প্রকাশিত December 26, 2025
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা সিলেট আসছেন কাল

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আসছেন।
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা তাদের কর্মের মাধ্যমে দেশের অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
সিলেট জেলার প্রবাসীদের এসব অবদানকে স্বীকৃতি প্রদানের জন্য ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ এর আয়োজন করছে সিলেট জেলা প্রশাসন। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।
সকাল ১০টায় প্রবাসীদের সম্মানে মহানগরীর ক্বীনব্রিজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। সকাল ১১টায় কবি নজরুল অডিটোরিয়ামে প্রবাসীদেরকে প্রদান করা হবে সম্মাননা। এরপর সন্ধ্যা ৬টায় সার্কিট হাউজে ‘স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
সিলেটের জেলা প্রশাসক মো সারওয়ার আলম প্রেরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয় বলে এক তথ্য বিবরণীতে পিআইডি সিলেট জানিয়েছে।