নবীগঞ্জে ব্যবসায়ীর গাড়িতে ডাকাতির ঘটনায় আরেকজন গ্রেফতার

প্রকাশিত November 14, 2025
নবীগঞ্জে ব্যবসায়ীর গাড়িতে ডাকাতির ঘটনায় আরেকজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডাকাতির ঘটনায় অভিযুক্ত আরো একজনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার কোনাগ্রামের মো নিয়াজ উদ্দিন গত ১৮ অক্টোবর মধ্যরাতে নরসিংদী থেকে তার দোকানের জন্য কাপড়, সুতা ও অন্যান্য জিনিস কিনে নিয়ে আসার পথে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল এলাকায় ডাকাতদলের কবলে পড়েন।
ডাকাতরা দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে তার ও তার সহযোগীদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও গাড়িভর্তি কাপড়সহ সর্বমোট ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যের মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় নিয়াজ উদ্দিন নবীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করলে আসামিদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গত ১২ নভেম্বর আনুমানিক বিকেল সাড়ে ৫টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত মো রিয়াজুল ইসলামকে (৩০, পিতা মৃত আব্দুল হাই, দিমুরা, বাহুবল, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর র‌্যাব-৯ এই মামলার আরো ২ আসামিকে গ্রেফতার করে।