দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসন আবারো অভিযান চালিয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর/১২ পৌষ) সকাল ১১টায় দিরাই মধ্যবাজার থেকে থানা পয়েন্ট পর্যন্ত পরিচালিত এ অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাতের উপর স্থাপিত অবৈধ দোকানপাট, অস্থায়ী টং দোকান, ভাসমান দোকান ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়।
এ সময় দিরাই থানার অফিসার ইনচার্জ-ওসি এনামুল হক চৌধুরী, দিরাই পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশের একটি দল অভিযানকে সার্বিকভাবে সহায়তা করে।