দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসতে হবে। কারণ, দেশে জনসংখ্যার তুলনায় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা অপ্রতুল। তাই সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসন অবশ্যই জনসম্পৃক্ততা কামনা করে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় তিনি সভাপতির বক্তব্যে একথা বলেন।
সভায় অন্যদের মধ্যে অংশ নেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মারফত আলী, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মো মামুন খান, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মো ফখরুল ইসলাম শায়েস্তা, কামালবাজার ইউপি চেয়ারম্যান মো একরামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো সালাহ উদ্দিন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো রোমান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাশ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন, লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা সাহাব উদ্দিন মুন্না, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ বদরুছ ছালেকিন, মোগলাবাজার থানার প্রতিনিধি, জালালপুর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ও দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস অফিসের প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
সাংবাদিক প্রতিনিধিদের প্রশ্নের জবাবে দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) জানান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী নেতা রাজ্জাক হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় পরিবার কোন মামলা করেনি। তবে পুলিশ বাদি হয়ে মামলা করেছে, যা মাবর্তমানে তদন্তাধীন।
এছাড়াও আরো কয়েকটি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।