নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনায় সিলেট থেকে বিএনপি পরিবারের অর্ধ লক্ষাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সিলেট জেলা বিএনপির মিডিয়া সেল জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর/১০ পৌষ) ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় অনুষ্ঠিত গণসংবর্ধনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এই নেতা-কর্মীরা মিছিল সহকারে গণসংবর্ধনায় যোগ দেন।
প্রায় দেড় যুগ পর দেশে ফিরলেন তারেক রহমান। সকালে লন্ডন থেকে সিলেট হয়ে তিনি রাজধানীতে যান।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফিট মহাসড়ক পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়। তার সহধর্মিণী ডা জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও একই ফ্লাইটে দেশে ফিরেছেন।
তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন।
তারেক রহমান তার শ্বাশুড়ির সাথে দেখা করেন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন মাকেও দেখতে যান।