বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ ডিসেম্বর/১১ পৌষ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘গণতন্ত্রের মা’, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারসহ শান্তিপূর্ণ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে শাহজালাল (র) দরগা মসজিদ প্রাঙ্গণে বাদ জুমআ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক, সিলেট-৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি শাহ জামাল নুরুল হুদা ও শহিদ আহমদ, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, যুগ্মসম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আনোয়ার হোসেন মানিক ও অ্যাডভোকেট আবু তাহের ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের গণতন্ত্র, শান্তি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।–সংবাদ বিজ্ঞপ্তি