ঐক্যবদ্ধ প্রচেষ্টাই শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী ও আধুনিক করতে পারে : মিঠু

প্রকাশিত November 15, 2025
ঐক্যবদ্ধ প্রচেষ্টাই শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী ও আধুনিক করতে পারে : মিঠু

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিদ্যমান সমস্যা সম্পর্কে অবহিতকরণ ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর/৩০ কার্তিক) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলাধীন সকল এমপিওভুক্ত শিক্ষক পরিবারের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের প্রতিষ্ঠাতা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে বিএনপির প্রার্থী শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন করতে শিক্ষকমণ্ডলীর দক্ষতা, প্রযুক্তি-নির্ভর পাঠদান, শিক্ষার্থীদের নৈতিক-মানসিক বিকাশ এবং অভিভাবকদের ভূমিকা—সবগুলোকে সমান গুরুত্ব দিতে হবে।
নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপযোগী পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা উৎসাহ নিয়ে শিখতে পারবে এবং ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন করবে।
তিনি আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টাই শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে পারে।
মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিত্বে ও ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো লিয়াকত আলী খান, হযরত শাহখাকী (র) আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের অধ্যক্ষ ফারহানা সামছি চৌধুরী, শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তাজুর রহমান, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ, হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সাহিদুজ্জামান, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ, সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান প্রমুখ।