আজমিরীগঞ্জ পৌরসভায় ৮টি পূজা কমিটির কাছে অনুদানের চেক হস্তান্তর

  • আপডেট টাইম : October 05 2021, 16:39
  • 224 বার পঠিত

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকার ৮টি পূজা কমিটির কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
প্রত্যেক পূজা কমিটিকে দেওয়া দেওয়া হয়েছে ১০ হাজার টাকা। পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুদানের চেক কমিটিগুলোর সভাপতিদের হাতে তুলে দেন।
এ সময় উপস্তিত ছিলেন, পৌর কাউন্সিলর স্বপন বনিক, পৌর প্রকৌশলী হেদায়েতুল ইসলাম, আজমিরীগঞ্জ বাজার পূজা কমিটির সভাপতি গোপাল পোদ্দার, জগৎপুর পূজা কমিটির সভাপতি রন্জন রায়, পুকুরপাড় পূজা কমিটির সাধারণ সম্পাদক সুদিপ বনিক ও রামকৃষ্ণ সেবা আশ্রম পূজা কমিটির সাধারণ সম্পাদক রন্জন রায়।

এই ক্যাটাগরীর আরো খবর