সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের নতুন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্মসম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা রেজাউল করিম, উপসাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ ও সদস্য গোলাম কিবরিয়া।
জেলা যুবলীগের আহবায়ক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুবলীগের নেতৃবৃন্দকেও সেই স্বপ্ন দেখতে হবে।
সভায় জেলার ১২টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।