লাফার্জ হোলসিমের সুরমা প্ল্যান্ট পরিদর্শন করলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

  • আপডেট টাইম : October 05 2021, 14:09
  • 227 বার পঠিত
লাফার্জ হোলসিমের সুরমা প্ল্যান্ট পরিদর্শন করলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ সুনামগঞ্জের ছাতকে অবস্থিত লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের সুরমা প্ল্যান্ট পরিদর্শন করেছেন।
রবিবার পরিদর্শনকালে রাষ্ট্রদূতকে স্বয়ংসম্পূর্ণ এই সিমেন্ট প্ল্যান্টের উৎপাদন সুবিধা, গুণগত মানরক্ষা পদ্ধতি ও উদ্ভাবনী সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।
এরপর তিনি সিমেন্ট প্ল্যান্ট, অ্যাগ্রিগেট প্ল্যান্ট এবং জিওসাইকেল ও কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত সিমেন্ট প্ল্যান্টের সর্বাধুনিক প্রযুক্তি ও স্থানীয়দের জীবনমান উন্নয়নে কোম্পানির টেকসই উন্নয়ন প্রকল্পগুলোর ভূয়সী প্রশংসা করেন।
তাকে স্বাগত জানান কোম্পানির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও মানবসম্পদ পরিচালক আসিফ ভূঁইয়া এবং হেড অব ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস ও সুরমা প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং।
রাষ্ট্রদূত নাথালি শিউয়াখের সফরসঙ্গী ছিলেন, কাউন্সিলর, হেড অব পলিটিক্যাল, ইকোনোমিক অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স থমাস বমগার্টনার।
উল্লেখ্য, লাফার্জ হোলসিম বাংলাদেশ, সুইজারল্যান্ডের হোলসিম ও স্পেনের সিমেন্টোসমলিন্সের যৌথ উদ্যোগ।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর