নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯ হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার রাত ১টার দিকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের সাতছড়ি রাস্তা থেকে ৩০ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন ও নগদ ৫১০ টাকাসহ সুজন রাজবংশী নামের একজনকে (পিতা চামঠু রাজবংশী, চাঁনপুর চা বাগান, চুনারুঘাট, হবিগঞ্জ) গ্রেফতার করে।
এর আগের রাত সাড়ে ১১টার দিকে র্যাব ৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃতে অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলী আদর্শবাজার এলাকা থেকে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১টি মোবাইল ফোনসহ মো কাজল মিয়াকে (পিতা মো মাহফুজ মিয়া, চাঁনপুরবস্তি, চুনারুঘাট, হবিগঞ্জ) গ্রেফতার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৯ জানায়, গ্রেফতারকৃত দুজনই মাদকব্যবসায়ী। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।