ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আখলাকুর রহমানের সমর্থনে শনিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডবাসীকে নিয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, সমাজসেবী মাওলানা কামাল আহমদ। বক্তব্য রাখেন, সমাজসেবী সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক লেবু মিয়া, সাবেক মেম্বার আব্দুস ছত্তার, বর্তমান মেম্বার সেবুল আহমদ, বিভু ভূষণ দেব, মাওলানা আব্দুস শহীদ, খালিছ মিয়া ও আব্দুল মুহাইমিন।
রাসেল আহমদ ও আব্দুল গফফারের পরিচালনায় সতবিনিময় সভায় বক্তারা বলেন, তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসায় এলাকার সার্বিক উন্নয়নের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত রয়েছেন আখলাকুর রহমান। টানা দুই বার ইউপি মেম্বারের দ্বায়িত্ব পালন করে সর্বক্ষেত্রে উন্নয়ন নিশ্চিতসহ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে দিনরাত কাজ করেছেন।